১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

প্রতিবন্ধী বৃদ্ধ দীন ইসলাম পেলেন হুইলচেয়ার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ , ৩ ফেব্রুয়ারি ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ব্রাহ্মণবড়িয়া প্রতিনিধি।। সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামের প্রতিবন্ধী বৃদ্ধ দীন ইসলাম(৭০)একটি হুইলচেয়ার পেয়েছেন।চাঁদপুর জেলার বাসিন্দা প্রবাসী ইমাম হোসেন জসিম তাঁকে চেয়ারটি দেন। আজ বুধবার অরুয়াইল বাজারে ইমাম হোসেনের পক্ষে সংবাদকর্মী এম মনসুর আলী চেয়ারটি হস্তান্তর করেন। মনসুর আলী বলেন,গত কয়েকদিন আগে তিনি ফেসবুকে প্রতিবন্ধী বৃদ্ধকে নিয়ে ’এক অসহায় প্রতিবন্ধী বৃদ্ধের হুইলচেয়ার দরকার’ শিরোনামে লেখা পোষ্ট করেন।কিছুক্ষণ পরই একাধিক ব্যাক্তি বৃদ্ধ দীন ইসলামকে হুইলচেয়ার দেয়ার জন্য যোগাযোগ করেন। সবার আগে সাড়া দেয়া ইমাম হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রবাস থেকে বিকাশে চেয়ারের টাকা পাঠান। আজ দুপুরে মনসুর আলী মান্যগণ্য ব্যাক্তিদের উপস্থিতিতে দীন ইসলামকে চেয়ারটি দেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন