১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

নবীনগর বুড়ই শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ , ৩ ফেব্রুয়ারি ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ঘরের চালের উপর থেকে বুড়ই শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু মুস্তাকিম নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের পশ্চিম পাড়ার সহিদ মিয়ের ছেলে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে বুড়ই শুকানোর জন্য ঘরের টিনের চালে উঠে মুস্তাকিম। সেখানে ঘরের চালের সাথে লেগে থাকা বিদ্যুতের ঝুলন্ত তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম। তার মা শাহানা ছেলেকে চালের উপর পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন৷ পরে আশেপাশের প্রতিবেশীরা মুস্তাকিমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

ওইখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম মূসা চৌধুরী মুস্তাকিম মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার অনেক আগে সে মারা গেছে৷ পরবর্তীতে পরিবারের লোকেরা মুস্তাকিমের লাশ নিয়ে বাড়িতে চলে যায়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন