১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ , ১ ফেব্রুয়ারি ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় জহির মোল্লা(১৭) নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন।

রোববার(৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর নামক স্থানে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে।

নিহত নাদিম বিজয়নগর উপজেলার কেনা বুধন্তির বেনু মোল্লার ছেলে। এই দূর্ঘটনায় আরও চার জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে নিজ বাড়ি বিজয়নগর উপজেলার কেনা বুধন্তী গ্রামের পিকআপ চালিয়ে যাচ্ছিলেন নাদিম। এসময় তার পিকআপে চারজন যাত্রী ছিলেন। পথিমধ্যে উপজেলার রামপুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় উদ্ধার করে পিকআপ চালক নাদিম সহ আহত ৫জনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাদিমকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে হাসপাতালে চিকিৎসা ভর্তি রাখা হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো রয়েছে। এই ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন