১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকদের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ , ৩০ জানুয়ারি ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল এসোসিয়েশন চিকিৎসকদের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে নিয়াজ মুহাম্মদ স্কুল মাঠ এ খেলাটি অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল এসোসিয়েশন(বিএমএ) ও ডেন্টাল এসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়ার(ডিএসএবি) একঝাঁক তরুন ও প্রবীণ চিকিৎসকদেরকে নিয়ে এ প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. আবু সাঈদ।

ডা. ফাইজুর রহমান ফয়েজ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মেজবাহ উদ্দিন আহমেদ ও ডা. এমএ মনসুর।

উক্ত খেলায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরাও এ অংশ গ্রহন করেন।

বিএমএ’র অধিনায়ক ডা. খোকন দেবনাথ এবং ডিএসএবি’র অধিনায়ক ডা. মাজহারুল ইসলাম।

ডিএসএবি প্রথমে ব্যাটিং করতে নেমে ১৪ ওভারে ৯ উইকেটে বিনিময়ে ১২৪ রান সংগ্রহ করেন। ১২৫ রানের জয়ী লক্ষ্যে বিএমএ ১২ ওভারে ৩ উইকেট হাতে রেখে জয়ী হয়৷

খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন প্রধান অতিথি ডা. আবু সাঈদ। উক্ত খেলায় ডা. খোকন দেবনাথ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন