সরাইল উপজেলা’য় মেহজাবিনে’র দৃষ্টিতে দুই গেইট!
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ , ২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)প্রতিদিনের মত আজও বায়না করেছে মেহজাবিন সরাইল উপজেলার অফিস পাড়া দেখতে যাবে? তার মধ্যে তার মজা কিনার মুল উদ্দেশ্য। রিকশা চড়ে
সরাইল উপজেলার প্রথম গেইট দেখে বলে এটি উপজেলা। হু আমরা উপজেলায় ভিতরে ঢুকতেছি।
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল বারটায় উপজেলা অফিস পাড়ায় ঢুকে মেহজাবিন বলে,
বাবা রাস্তায় মাথায় একটি সুন্দর গেইট দেখলাম লেখা সরাইল উপজেলা পরিষদ? এখানে আবার রাস্তায় কিসের কাজ করছে।মা’রে শুনেছি সরাইল উপজেলার নিরাপত্তা রক্ষার জন্য আরেকটি গেইটের কাজ চলছে। মেহজাবিন বলে,বাবা কি বলেন, এক উপজেলা’য় দুই গেইট বাহ’ অনেক ভালো। তবে বাবা একটি কথা আমার মাথায় আসে না। আপনি বললেন নিরাপত্তা কারণে নতুন করে আবার গেইট করছে এমন কথা মানতে পারলাম না। মা’রে তোমার মানা- আর না মানা কি আসে যাই। তা অবশ্যই টিক বলছেন, বাবা আমি ছোট্ট মানুষ বড় কথা বললে আপনি কি বলেন,একটি উপজেলায় কমপক্ষে ২০-২৫ টি দপ্তর থাকে তবে এ উপজেলার নতুন গেইটের বাহিরে। এমন অনেক গুরুত্বপূর্ণ অফিস রয়েছে, মেহজাবিন বলে দেখেন, আপনার সামনে সারাইল সার্কিট হাউজ, সরাইল উপজেলা ভূমি অফিস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিস, উপজেলা কৃষি অফিস, আবার দেখেন ইউনিয়ন ভূমি অফিস। এ অফিসের কি হবে বাবা? মা’রে তুমি এতো কিছু জানার দরকার কি। আপনি বলেন, জানার দরকার কি দেখেন, নিজ সরাইল স্কুলের এদিকে রাস্তা এসব রাস্তা খুলে গেইটের কি ভাবে নিরাপত্তা হবে জানিনা। মেহজাবিন বলে বাবা,এ গেইটের কাজের বরাদ্দ কত। মা’রে সরাইল এলজিইডি অফিস সুত্রে জানাযায়,গেইট ওয়ালসহ প্রায় ২৭ লক্ষ টাকার কাজ চলমান। বাবা সরকারের এতো টাকা,,যাগে বাবা শুনেছি উপজেলার কাজ ইউএনও সাহেব তো দেখার কথা। মা’রে মাস-দেড় মাস হয়েছে উপজেলার নির্বাহী অফিসার আসছে। মেহজাবিন বলে বাবা কালকে রাতে যে ফরিদ কাকা ও জুয়েল কাকার সাথে ফেসবুকে দেখছি। তিনি সরাইল উপজেলা নির্বাহী অফিসার। মা’রে তিনি ইউএনও মোঃ আরিফুল হক মৃদুল স্যার। কথা বলতে ভিতরে ঢুকে মেহজাবিন বলে, বাবা এটা উপজেলা অফিস পাড়া অমা’ একবারে নিরব প্রায় অফিস বন্ধ আবার’ নিরব মানুষ নাই। মা’রে আজ বৃহস্পতিবার আর এখন সাড়ে বারটা বাজে অনেক কর্মকর্তা চলে গেছে। এ গুলো তোমার ব্যপার না। বাবা তা বুঝতে পারছি, অফিসের অনেকে নাই। অফিস পাড়া ঘুরে বকুল তলায় এসে এলোমেলো রিকশা দাড়িয়ে আছে।মেহজাবিন জামে মধ্যে বলে,বাবা শুনছেন,গানের আওয়াজ,কি মা’রে বাবা, শুনেন গানে বলে, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। মা’রে তোমি আর একটি কথা বলবে না। দুনিয়া নিয়ে চিন্তা করার বয়স তোমার হয়নি??
আপনার মন্তব্য লিখুন