সরাইলে আইন শৃংখলা কমিটির সভা মাদক নিমূলে আরো শক্ত অবস্থান নিতে আহবান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ , ২৭ জানুয়ারি ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় মাদক নির্মূলে পুলিশকে আরো কঠোর হতে আহবান জানিয়েছেন বক্তারা।বুধবার (২৭জানুয়ারি)দুপুরে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল হক মৃদুলে’র সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মোঃ আবু হানিফ মিয়া, উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম,উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. মোঃ নোমান মিয়া, সরাইল থানা অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ,
সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ ফাতেমা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছাঃ নাজমা বেগম,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, পাকশিমুল ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,চুন্টা ইউপি চেয়ারম্যান শেখ মোঃ হাবিবুর রহমান,শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মোঃ শরাফত মিয়া, প্রমূখ।বক্তারা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। ওসি এ এম এম নাজমুল আহমেদ মাদক নির্মূলে পুলিশকে জনসাধারনের সহযোগীতার আহবান জানিয়েছে।এছাড়াও সরাইলের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি রয়েছে যা পরিবর্তন করা অতি জুরুরি। বক্তব্যে আরোও বলেন,সরাইল উপজেলা প্রশাসনিক চত্বরে প্রবেশের প্রধান সড়কে তীব্র যানজটের জন্য এলোপাতারি যানবাহন পার্কিংকে দায়ী করেন।
এদিকে বদলি জনিত কারণে সরাইল উপজেলা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী নওয়াজ আহমেদ খান( ডলার ) চট্রগ্রামের হাটহাজারী উপজেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলী হওয়ায় সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বিদায় জানান।
আপনার মন্তব্য লিখুন