১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

আমি যখন অনুলেখক———এইচ এম সিরাজ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ , ২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

অামি যখন অনুলেখক—————————-

স্বাধীনতা পূর্বকালের তুখোর ছাত্রনেতা থেকে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান অাওয়ামী লীগ নেতা অাবদুল হালিম। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা এলাকার রাজনৈতিক অঙ্গনের একজন প্রবাদ পুরুষও বলা চলে যাকে, ‘হালিম ভাই’ নামে সর্বমহলের কাছেই সুপরিচিত বর্ষীয়ান রাজনীতিক আবদুল হালিম।

সাবেক গণপরিষদ সদস্য-দেশের খ্যাতিমান অাইনজ্ঞ- ব্রাহ্মণবাড়িয়ার অাওয়ামী রাজনীতির উজ্জ্বল নক্ষত্র- বীর মুক্তিযোদ্ধা #সৈয়দ_সিরাজুল_ইসলাম। প্রয়াত এই জননেতার ‘স্মারক গ্রন্থ’ প্রকাশের উদ্যোগ গ্রহণ করেন মরহুমের অনুজ-জেলা অাওয়ামী লীগ প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ সিরাজ’র স্মারকগ্রন্থে হালিম ভাইয়ের স্মৃতিচারণমূলক লেখার অনুলেখকের দায়িত্ব পেয়ে হয়েছিলেম অাপ্লুত।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুন্সেফপাড়াস্থ হালিম ভাইয়ের বাসায় গভীর মনোনিবেশে বর্ষীয়ান নেতার কাছ থেকে ওনার ছাত্র রাজনীতির সময়ে ‘বঙ্গবন্ধুর সরাইল অাগমণ-অাওয়ামী রাজনীতি-সৈয়দ সিরাজ’ বিষয় স্মৃতিকথন অনুলিখন করাকালে Syed Nazrul Islam’র মোবাইল ক্লিকে হয়েছিলেম স্মৃতিধন্য।

অতি সম্প্রতিই পরপাড়ে পাড়ি জমিয়েছেন বর্ষীয়ান এই রাজনীতিক আবদুল হালিম ওরফে হালিম ভাই। কদ্যপি ওনার সাথে হবেনা কথা-দেখা। মহান আল্লাহ্ হালিম ভাইকে উপযুক্ত মর্যাদা দিক, আমিন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন