শাপলা হত্যা মামলার আসামী গ্রেফতার করতে টাকা চায় পলাশবাড়ী থানা পুলিশ!
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ , ২৫ জানুয়ারি ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
আশরাফুল ইসলাম গাইবান্ধা :প্রকাশ্যে ভাইয়ের হাতে ভাই খুন । এঘটনায় হত্যা মামলা দায়ের হওয়ার পর গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে চাঞ্চল্যকর শাপলা হত্যা মামলার একমাত্র আসামী হত্যার শিকার শাপলার আপন বড় ভাই আদম আলীকে ধরতে টাকা চায় পুলিশ। নিহত শাপলার স্ত্রী জানান, গত বছরের ২৪ ডিসেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই আদম আলীর হাতে নির্মম ভাবে খুন হয় ছোট ভাই শাপলা মিয়া। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। (যাহার মামলা নং-২০ তাং২৪/১২/২০২০)। মামলা দায়েরের পর থেকে দুই মাস যাবৎ পালাতক রয়েছে মামলার এজাহার ভুক্ত একমাত্র আসামি আদম আলী। এদিকে বাদীকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ অব্যাহত রেখেছেন নিহত শাপলার আপন ৬ বোন।
তারা বাদীকে মানসিক ভাবে চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে বলে বাদী মোবাইল ফোনে সাংবাদিকদের জানান। তিনি আরো জানান ,নিহত শাপলার ৬ বোন ও জামাতা থানা পুলিশকে ম্যানেজ করে উল্টো শাপলার জমি দখলের পায়তারা অব্যাহত রেখেছে। কান্না জরিত কন্ঠে নিহত শাপলার স্ত্রী জানান, নানাভাবে শুধু মাত্র প্রলোভন দেখিয়ে চলছেন । তবে দৃশ্যমান কোন প্রতিশ্রুতি নেই। মামলা দায়েরের পর শুধু একদিন পুলিশ তাকে ডেকে নিয়েছিলো।এরপর আর কোন দিন খোজ খবর করেনি।তিনি নিজে একদিন থানায় গিয়ে আসামি গ্রেফতারের কথা বললে পুলিশ জানিয়েছে আসামি অনেক দুরে আছে ধরে আনতে গাড়ী ভাড়া বাবদ অনেক টাকা লাগবে।আপনি কি টাকা দিতে পারবেন। এ টাকা দেওয়া হয়নি এবং আজ পর্যন্ত হত্যাকারী কে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
তবে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সঞ্জয় সাহা অভিযোগ অস্বীকার করে বলেন বাদী অভিযোগ করলে আমাদের কি করার আছে!(বিস্তারিত ভিডিও সংরক্ষিত)
আপনার মন্তব্য লিখুন