ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ , ২৫ জানুয়ারি ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় আবু সায়েদ(৮০) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছে।
সোমবার(২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বিরাসা-লালপুর সড়কে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
নিহত আবু সায়েদ ৮নং নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত সোহরাব মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে আবু সায়েদ জেলা শহর থেকে বাড়িতে ফেরার পথে রাস্তা পারাপারের সময় পিছন দিকে থেকে ধাক্কা দেয় ঘাতক মাইক্রোবাস। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা শুরু কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সড়ক দূর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন