সরাইলে গৃহহীনদের শত বছরের স্বপ্ন পুরণে খুশী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ , ২৪ জানুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন / সুবিশাল আকাশের নিচে নিজের একখণ্ড জমি আর মাথার উপরে একটু ছাউনি ভূমিহীন, গৃহহীনদের শত বছরের স্বপ্ন। সে স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সে উদ্বোধনের মাধ্যমে সারা দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে প্রথম ধাপের বাড়ি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ স্লোগানে প্রথম পর্যায়ে ১০২টি পরিবারের প্রত্যেককে দুই শতক খাসজমি বন্দোবস্ত দেয়াসহ দ্বি-কক্ষবিশিষ্ট সেমিপাকা ঘরের চাবি তুলে দেয়া হয়েছে।গৃহহীন পরিবার আজ আপন ঠিকানা পাচ্ছে। দ্বি-কক্ষের বাড়িতে দুটি বেডরুম, একটি টয়লেট ও একটি সংযোগ বারান্দা রয়েছে। যেখানে তারা গড়ে তুলবেন শান্তির নীড় আর কৃতজ্ঞ থাকবেন প্রধানমন্ত্রীর প্রতি। দেশনেত্রী প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শনিবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় ১০২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তাদের স্বপ্নের ঠিকানা হিসাবে ভূমি ও গৃহ প্রদান করা হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে পরিবার গুলোর সদস্যদের হাতে ঘরের সনদ এবং দলিল হস্তান্তর করেছেন, এ সময় উপস্থিত ছিলেন,(ব্রাহ্মণবাড়িয়া৩১২) সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম( শিউলি আজাদ) ও সরাইল সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান।।
আপনার মন্তব্য লিখুন