১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ , ২৪ জানুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) সরাইল উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির উদ্দিন আহমেদ স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মোঃ শামীম আহমেদ আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর একটায়
সরাইল সদর ইউনিয়নের পশ্চিম কুট্রাপাড়া মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।মোঃ সালাউদ্দিন সুমেল এর উপস্থাপনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, বিশেষ অতিথি ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডঃ আব্দুর রাশিদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, মহিলা – ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, আওয়ামী লীগ নেতা মোঃ মাহফুজ আলী, সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ হোসেন মিয়া, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সিজার প্রমুখ। ফাইনাল খেলার সমাপনী দিনে বক্তারা বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নেই। শারীরিক সুস্থতা ও মনের প্রফুল্লতা আমাদের দৈনন্দিন জীবনের নানাবিধ কাজেকর্মে সহায়ক ভূমিকা পালন করে। বক্তারা বলেন, খেলাধুলায় জয় পরাজয় থাকবে, এতে মন খারাপ করার কিছু নেই, খেলায় অংশগ্রহণ করাটাই হলো এর মুখ্য বিষয়। বক্তারা বিভিন্ন সময়ে সমাজের বিত্তশালীদের এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের আহ্বান জানান।ফাইনাল খেলায় খাঁটি হাতা একাদশ ক্লাবকে ২২ রানে হারিয়ে সৈয়দ টুলা নোয়াহাটি একাদশ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা পরিচালনা করেছেন মোঃ জাবের ও আলমগীর,উল্লেখ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির উদ্দিন আহমেদ স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় খাঁটিহাতা একাদশের পক্ষে অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহন করেন, জাতীয় দলের সাবেক অলরাউন্ডার অলক কাপালি। উক্ত খেলায় অলক কাপালিকে দেখতে মাঠের চতুর্দিকে শত শত দর্শকরা সমবেত হন।।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন