১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

আশুগঞ্জে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৭

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ , ২৩ জানুয়ারি ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

নিজস্ব প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জামাল মুন্সি নামে ১ ব্যাক্তি নিহত হয়েছেন। শুক্রবার ২২ জানুয়ারি রাত ১টার দিকে উপজেলার চর চারতলায় এ ঘটনা ঘটে।

জামাল মুন্সি আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মো. হানিফ মুন্সির ছোট ভাই ও চর চারতলা গ্রামের ফজলুল হক মুন্সির ছেলে।

এ ঘটনায় আহত হয়েছে ৭ জন । আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব থেকে বিরোধের জের ধরে একই গ্রামের লতি গোষ্ঠীর লোকজন রাত ১টায় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিত ভাবে জামাল মুন্সির ওপর হামলা করে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন