১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সত্য আর মিথ্যা……….

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ , ২৩ জানুয়ারি ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সত্য আর মিথ্যা……….

‘সত্য যে বড়-ই কঠিন, সেই কঠিনেরেই ভালোবাসিলাম। কারণ সত্য কভু করেনাকো বঞ্চনা।’ ‘সত্য বল সুপথে চল, ওরে আমার মন।’ ‘সত্য কাজে কেউ নয়
রাজি, করে কেবল তা না না না।’ সত্য
নিয়ে এমনি অনেক ধরণের কথা
আমরা সকলেই-ই জানি।
কিন্তু বাস্তবিকতায়
তা মান্য করি
ক’জনে?

সত্য অনেকটা লোহার পেরেক’র মতোই। এটা অতিশয় শক্ত এবং তীক্ষ্ণ,কিন্তু আবার অত্যন্ত সরল। একেবারেই সোজাসুজি চলে, কোনোরকমের প্যাঁচগোজে চলাচল করেনা। অন্যদিকে মিথ্যা হচ্ছে অনেকটা প্যাঁচানো
স্ক্রু’র মতো। প্রতিটি খাজে খাজে তথা রন্ধ্রে
রন্ধ্রে ঘটে তার প্যাঁচানো অনুপ্রবেশ।
এটিকে এক টানে উপড়ে
ফেলা একেবারেই
বেসম্ভব।

আমাদের ব্যক্তি-পরিবার-সমাজ রাষ্ট্রীয় পর্যায়েও হচ্ছে স্ক্রু’র ব্যবহার। প্যাঁচ খাইয়েই এটিকে কাঠে বসানো
হয়। তেমনি আমরাও ক্রমশই ধ্বংসের পথে
নিজেরাই গড়ছি ভীত। সেখানে যাওয়া
তুলনামূলক সহজ, কিন্তু সেখান
থেকে ফেরা কিংবা বেড়িয়ে
আসাটা অতিশয়ই
কঠিন, এবং
কষ্টসাধ্য।
#
® এইচ.এম.সিরাজ : নির্বাহী সম্পাদক- The Daily Prajabandhu, নিজস্ব প্রতিবেদক- amodbd.com

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন