রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমে’র দাফন সম্পন্ন।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ , ২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়ায়া জেলার সরাইল উপজেলার আওয়ামীলীগের সাবেক সভাপতিও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম (৮০)-এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। (২১ জানুয়ারী) বৃহস্পতিবার আছরবাদ সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুলে’র উপস্থিতিতে একদল চৌকস পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম’কে গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে,তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে
ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের লোকজন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন