১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

চৌদ্দগ্রামে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্বাস উল্লাহ শিকদারের ১ম মৃত্যু বার্ষিকী পালিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ , ২০ জানুয়ারি ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো মিজানুর রহমান মিনু :কুমিল্লার চৌদ্দগ্রামে টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়শনের উদ্যোগে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক মরহুম আব্বাস উল্লাহ শিকদারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দারুল পৌর এলাকার রামরায় গ্রামস্থ চৌদ্দগ্রাম দারুল মা’আরিফ মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়শনের সাধারন সম্পাদক ও আনন্দ টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজী, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ডিভিশনাল কো-অর্ডিনেটর মোঃ জহিরুল ইসলাম, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, আবদুল মান্নান, চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, আনিছুর রহমান, এম এ আলম, মোঃ শাহীন আলম, মনোয়ার হোসেন, ফখরুদ্দীন ইমন, দারুল মা’আরিফ মাদরাসার হাফেজ মোঃ রেজাউল হক, ইউসুফ হোসেন সুমন, কাজী সেলিম, শাহরিয়ার ইমন জয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ যোবায়ের হুসাইন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন