উবায়দুল মোকতাদির চৌধুরীর জন্মদিন উপলক্ষে সদর হাসপাতালের ২৫০শ রোগীকে খাবার বিতরণ।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ , ২০ জানুয়ারি ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার জননেতা র.আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর জন্মদিন উপলক্ষে সদর হাসপাতালের ২৫০শ রোগীকে খাবার বিতরণ ও সদর হাসপাতাল জামে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. মাসুম বিল্লাহ্’র ও জেলা সৈনিকলীগের সভাপতি জুহিরুল ইসলাম জুম্মানের যৌথ উদ্যোগে এ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।
বুধবার(২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর হাসপাতালের সার্জারী বিভাগ, মেডিসিন বিভাগ, অর্থোপেডিক্স বিভাগ, পেয়িং ওয়ার্ড ও গাইনী বিভাগের ২৫০শ রোগীর মাঝে খাবার বিতরন করা হয়।
উক্ত বিশেষ দোয়া ও খাবার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের সাবেক বিপি হাসান সারোয়ার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন।
তাছাড়া আরও উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সভাপতি মিকাইল হোসেন হিমেল, জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নাঈম বিল্লাহ্, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিদনী ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদসহ ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন সদর হাসপাতালে জামে মসজিদের ইমাম মওলানা আনোয়ার হোসেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন