১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

উবায়দুল মোকতাদির চৌধুরীর জন্মদিন উপলক্ষে সদর হাসপাতালের ২৫০শ রোগীকে খাবার বিতরণ।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ , ২০ জানুয়ারি ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার জননেতা র.আ. ম উবায়দুল মোকতা‌দির চৌধুরীর জন্ম‌দিন উপল‌ক্ষে সদর হাসপাতালের ২৫০শ রোগীকে খাবার বিতরণ ও সদর হাসপাতাল জামে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. মাসুম বিল্লাহ্’র ও জেলা সৈনিকলীগের সভাপতি জুহিরুল ইসলাম জুম্মানের যৌথ উদ্যোগে এ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।

বুধবার(২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর হাসপাতালের সার্জারী বিভাগ, মেডিসিন বিভাগ, অর্থোপেডিক্স বিভাগ, পেয়িং ওয়ার্ড ও গাইনী বিভাগের ২৫০শ রোগীর মাঝে খাবার বিতরন করা হয়।

উক্ত বিশেষ দোয়া ও খাবার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের সাবেক বিপি হাসান সারোয়ার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন।

তাছাড়া আরও উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সভাপতি মিকাইল হোসেন হিমেল, জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নাঈম বিল্লাহ্, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিদনী ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদসহ ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মোনাজাত প‌রিচালনা ক‌রেন সদর হাসপাতালে জা‌মে মস‌জি‌দের ইমাম মওলানা আনোয়ার হোসেন। মোনাজাত শে‌ষে উপ‌স্থিত সক‌লের মা‌ঝে তাবারক বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন