সরাইলে বীর মুক্তিযোদ্ধা আবু মুছা মৃধা’কে রাষ্টীয় মর্যাদায় দাফন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ , ১৯ জানুয়ারি ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু মুছা মৃধা (৭১) ডায়াবেটিস ও শ্বাসকষ্ট হয়ে সোমবার( ১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির …রাজিউন)। তিনি স্ত্রী,২ পুত্র ও ৩ কন্যা রেখে গেছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে কালিকচ্ছ বাজার শহীদ মিনার মাঠে বীর মুক্তিযোদ্ধার কফিনে ফুলের শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নিবার্হী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, পুলিশ প্রশাসনের পক্ষে সরাইল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ শফিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন। পরে রাষ্টীয় মর্যাদা প্রদানের পর মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সরাইল উপজেলা আওয়ামীলীগে’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও (ব্রাহ্মণবাড়িয়া৩১২) সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), বীর মুক্তিযোদ্ধার অনুষ্টিত জানাযা’য় হাজার হাজার মুসল্লী’দের উপস্থিতিতে বক্তব্য রাখেন,সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক র্মৃধা, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল আহমেদ,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এডঃ জয়নাল উদ্দিন জয়, এডঃ মোঃ নুরুজ্জামান লস্কর তপু,সরাইল ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাজিব হোসেন রাজ্জি।
আপনার মন্তব্য লিখুন