সরাইলে বিভিন্ন ভাতাভোগী ২০০০ কার্ডধারীর খোঁজ মিলছে না ! উত্তোলনের অর্থ গেল কোথায়?
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ , ১৯ জানুয়ারি ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রাস্ট্রীয় ভাতাভোগী বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ২০০০ কার্ডধারীর খোঁজ মিলছে না। অথচ সংশ্লিষ্ট ব্যাংক থেকে এসব কার্ডের বিপরীতে নিয়মিত ভাতার টাকা উত্তোলন করা হয়েছে প্রত্যেক মাসের ‘পাই পয়সার হিসাব’ করে। উপজেলা সমাজসেবা দপ্তরের লোকজন গত কিছুদিন যাবত নানা উপায়ে চেষ্টা করেও এসব কার্ডধারীদের চিহ্নিত ও তাদের অবস্থান নিশ্চিত করতে না পারলেও এখন খোদ এ দপ্তরের লোকজন-ই প্রশ্ন তুলছেন -‘বছরের পর বছর যাবত এসব কার্ডের বিপরীতে ভাতার টাকা তুলছে কারা?’ তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ব্যক্তিরা আনুষ্ঠানিক বিস্তারিত ব্যাখা দিতে অপারগতা প্রকাশ করেছেন।সরাইল উপজেলা সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার মো. রাকিব মিয়ার সঙ্গে কথা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, রাস্ট্রীয় সকল ভাতাভোগীদের ভাতার টাকা তাদের নিজস্ব মোবাইলে নির্বিঘ্নে পেতে সরকার অনলাইনে ভাতা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সারাদেশের ন্যায় সরাইল উপজেলার সকল ভাতাভোগীদের তথ্য অনলাইনে এন্ট্রি দেয়ার কাজ চলছে। এখন অনলাইনে এন্ট্রি দিতে গিয়ে দেখা যাচ্ছে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী দুই হাজার পাঁচজন কার্ডধারীর খোঁজই পাওয়া যাচ্ছে না। উপজেলার নয় ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্যও নেয়া হয়েছে; কিন্তু ওনারাও (জনপ্রতিনিধি) এসব কার্ডধারীদের চিহ্নিত বা খোঁজ দিতে পারছেন না। অথচ এসব কার্ডের বিপরীতে জুলাই ২০২০ সাল পর্যন্ত ভাতার টাকা উত্তোলন করা হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো থেকে। এ অবস্থায় এসব কার্ড বাতিল করা ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই।
এদিকে সরাইল উপজেলা সমাজসেবা দপ্তর থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত উপজেলার নয় ইউনিয়নে বয়স্ক ভাতা পাচ্ছেন ৮হাজার ৯শ’ ৩৬জন, বিধবা ভাতা ২হাজার ৫শ’ ৫৫জন, অস্বচ্ছল প্রতিবন্ধী ৪হাজার ৬শ’ ৩৬জন, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ১শত ৯৮জন, অনগ্রসর জনগোষ্ঠী শিক্ষা উপবৃত্তি ৫১জন, অনগ্রসর জনগোষ্ঠী ভাতাভোগী ১শত ৮৪জন ও হিজরা জনগোষ্ঠী ভাতাভোগী ৬জন ভাতা পাচ্ছেন।
সরেজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক ভাতা প্রদানকারী একাধিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় দায়িত্বপ্রাপ্তরা জানান, আমরা ভাতাভোগীদের বই দেখে ভাতা প্রদান করি। অনেক ভাতার বই ব্যাংকে নিয়ে আসেন উপকার ভোগীর মনোনীত নমিনি; যাদের শনাক্ত করে সমাজসেবা দপ্তরের কর্মকর্তা লিখিত প্রত্যয়ন বা অনুমোদন দিয়ে রেখেছেন। এ-র বাইরে আমাদের এসবের কিছুই জানার কথা নয়। অনেকে প্রশ্ন তুলেছেন তাহলে সরকারের রাস্ট্রীয় ভাতাভোগী অর্থগেল কোথায়?
আপনার মন্তব্য লিখুন