১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

পলাশবাড়ীতে বীরমুক্তিযোদ্ধা বাবু চেয়ারম্যান স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ , ১৮ জানুয়ারি ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

আশরাফুল ইসলাম গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী প্রেসক্লাবের আয়োজনে জাকজমকপূর্ন পরিবেশে হাজারো ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতিতে বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব সাকোয়াতজ্জামান প্রধান বাবু চেয়ারম্যান স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার অনুষ্ঠিত হয়।

প্রীতি ফুটবল ম্যাচে পলাশবাড়ী প্রেসক্লাব বনাম ঘোড়াঘাট পৌর প্রেসক্লাব এ দুটি টিমের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিযোগী ২ টি দলের পক্ষে খেলার ৯০ মিনিটে মধ্যে কোন খেলোয়ার গোল করতে না পাড়ায় শেষে ট্রাইব্রেকারের মাধ্যমে বিজয়ী দল হিসাবে পলাশবাড়ী প্রেসক্লাব টিম ৪-৩ গোলে ঘোড়াঘাট পৌর প্রেসক্লাব দলকে পরাজিত করে ।

এ প্রীতি ফুটবল ম্যাচ শেষে প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ও রার্নাসআপ দলের খেলোয়ার মাঝে পুরস্কার বিতরণ করেন পলাশবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার মিত্র,গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সোবাহান,পলাশবাড়ী প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক মতিউর রহমান লাভলু,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা,আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম,ঘোড়াঘাট পৌর প্রেসক্লাবের সহ সভাপতি মীর আব্দুল হান্নান,সাধারণ সম্পাদক আনভিল বাপ্পী, প্রেসক্লাব সহ সভাপতি ফেরদাউস মিয়া,নুরুল ইসলাম ,যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, আশরাফুজ্জামান সরকার , সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপনসহ অন্যান্যরা। প্রীতি ফুটবল ম্যাচটি আয়োজনে সার্বিক সহযোগীতায় ছিলেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন