১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে শান্তিপূর্ণ সমাধানের পর যুবলীগ নেতার ওপর হামলা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ , ১৭ জানুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)কলহ-বিবাদ ও ফিতনা-ফ্যাসাদ সামাজিক অনাচার ও অত্যাচারের একটি অন্যতম বৈশিষ্ট্য। দ্বন্দ্ব-কলহ মানুষের জীবনে অশান্তি ও বিশৃঙ্খলা ঘটায়। মানবতার ঐক্য ও সংহতিতে ভাঙন সৃষ্টি করে সেখানে বিভেদ, অনৈক্য ও বিভক্তি নিয়ে আসে। ফিতনা-ফ্যাসাদের ফলে পরস্পরের মধ্যে হিংসা-বিদ্বেষ, শত্রুতা ও হিংস্রতা সৃষ্টি হয়। অনেক সময় সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে মারাত্মক ঝগড়া-বিবাদ ঘটে। সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. বোরহান উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে যুবলীগ নেতা বোরহান উদ্দিন সহ তিনজন আহত হয়েছেন। আহত অপর দুইজন হলেন অরুয়াইল ইউনিয়ন পরিষদের মেম্বার মো. রফিক মিয়া ও অরুয়াইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মুখলেছুর রহমান।
রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলা প্রশাসনপাড়ায় ডাক বাংলোর সামনে এ হামলার ঘটনা ঘটেছে।জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যায় অরুয়াইল বাজারের ব্যবসায়ী ও উপজেলার পাকশিমুল ইউপির ভুইশ্বর গ্রামের বাসিন্দা মো. জুনাইদ মিয়াকে মারধর ও তার দোকানে তালা দেয়ার ঘটনায় অরুয়াইল ও ভূইশ্বর এলাকার মানুষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে দুই এলাকার মানুষের মাঝে সংঘর্ষের আশঙ্কায় সরাইল থানার পুলিশ তাৎক্ষণিক কার্যত ব্যবস্থা নেয় এবং এলাকায় শান্তি শৃঙ্খলার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।
পরে বিষয়টি মিমাংসা করতে আজ (রোববার) বিকেলে উপজেলা পরিষদে দু’পক্ষের লোকজনদের ডেকে এক সালিশ সভা করা হয়। এতে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল, সরাইল সার্কেল-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমান, সরাইল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, অরুয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, পাকশিমুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজী আবু তালেব, অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহবায়ক বোরহান উদ্দিন সহ দুই ইউনিয়নের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকে। সালিশে দু’পক্ষের আলোচনা শুনে ইউএনও এবং পুলিশের সার্কেল অফিসার বিরোধ নিষ্পত্তি করে দু’পক্ষের লোকজনদের মিলিয়ে দেন। তাদের রায়ে দু-পক্ষই সন্তোষ প্রকাশ করেন।
সন্ধ্যায় দু’পক্ষের লোকজন সালিশ সভা থেকে ফেরার পথে প্রশাসনপাড়ায় ডাক বাংলোর সামনে হঠাৎ জুনাইদ মিয়ার নেতৃত্বে কিছু লোক যুবলীগ নেতা বোরহান উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। তারা যুবলীগ নেতা বোরহান উদ্দিনকে এলোপাতাড়ি মারধোর শুরু করে। এসময়ে মুখলেছুর রহমান ও রফিক মেম্বার এগিয়ে এসে যুবলীগ নেতা বোরহানকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাদেরকেও মারধোর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সফিকুল ইসলাম বলেন, প্রশাসনপাড়ায় যুবলীগ নেতা বোরহান উদ্দিনের ওপর অতর্কিত হামলা হয়েছে। ভুইশ্বর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট মুখলেছুর রহমানের নির্দেশে সন্ত্রাসীরা যুবলীগ নেতা বোরহান উদ্দিনের ওপর হামলা করেছে। একজন আইনজীবী হিসেবে তার ভূমিকা রহস্যজনক। এর কঠিন বিচার দাবি করছি।
অরুয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, উপজেলা প্রশাসনপাড়ায় এ ধরনের ঘটনা নজিরবিহীন। পাকশিমুল ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে; কিন্তু তিনি এ ব্যাপারে কোনো ভূমিকাই রাখেননি। ভূইশ্বর এলাকার মানুষ অন্যায়ভাবে আমার এলাকার লোকদের ওপর হামলা করেছে।
সরাইল সার্কেল-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবেনা। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালানো হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন আছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন