১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ: দুই মেম্বারসহ ১০জন আহত।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ , ১৬ জানুয়ারি ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই মেম্বারসহ ১০জন আহত হয়েছে।

এ ঘটনায় আহত সাবেক দুই-মেম্বারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার( ১৫ জানুয়ারি) রাতে আহত মেম্বার গিয়াস উদ্দিন এ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন।

আহত রেহান উদ্দিন(৪৮) ও গিয়াস উদ্দিন(৫০) সদর উপজেলার বুধল ইউনিয়নের বুধল উত্তর পাড়ার নুর ইসলামের বাড়ির আব্দুল হেকিমের ছেলে। রেহান উদ্দিন বুধল ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও গিয়াস উদ্দিন ২নং ওয়ার্ডের সাবেক ভারপ্রাপ্ত মেম্বার ছিলেন।

গিয়াস উদ্দিন জানান, তার আপন মামাতো ভাই কামরুজ্জামান বুধল বাজারে ৫৫ লক্ষ টাকায় আব্দুল আলীর ছেলে জজ মিয়ার কাছ থেকে একটি দোকান ক্রয় করেন। দোকান কেনার পর থেকে আব্দুল আলীর অন্য দুই-ছেলে শাহেদ মিয়া ও হোসেন মিয়ার সাথে দোকানের দলিলপত্র নিয়ে বিরোধ তৈরি হয়। এর জেরে গতকাল রাত সাড়ে ৮টার দিকে দোকানে যাওয়ার পর শাহেদ মিয়া ও হোসেন মিয়া ১৫-২০ জন লোক নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করেন। ওই হামলায় দুই-পক্ষের ১০জন আহত হয়।

ঘটনাস্থল থেকে আহত দুই মেম্বার সহ সবাইকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে আহত সাবেক দুই-মেম্বারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে। গতকাল ঘটনাস্থল থেকে ইয়ামিন নামে একজনকে আটক করা হয়ছে। আজকে দুপুরের তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন