১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

হোক তবে খায়েশ পূরণ————-এইচ এম সিরাজ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ , ১৫ জানুয়ারি ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

জীবন কচু পাতার পানির ন্যায়। কেবলই টলমল করে। একটুতে একটু নড়চড়েই ঘটবে তার অবসান। এটাই নিশ্চিত। এর কোনোই ব্যাত্যয় নেই। কেননা, মরণ হচ্ছে জীবনের অমোঘ ঠিকানা। আজ আছি তো, কাল হয়ে যাবো স্মৃতি। অথচ আমি না থাকলেও তাবৎ দুনিয়ার সবকিছুই চলবে যথানিয়মেই।

সেই ১৯৯২ খ্রিষ্টাব্দ থেকে জুম্মার নামাজ আদায় করার ক্ষেত্রে আমার সবচে’ পছন্দের মসজিদ শেরপুর। যেটির অঙ্গনেই হযরত মীর শাহাব উদ্দিন (রহ.) এর দরগাহ্, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের অন্যতম একটি গোরস্থান, ঈদগাহ ময়দান, ইসলামিয়া মাদ্রাসা। অবশ্য ইসলামিয়া মাদ্রাসা এবং ঈদগাহ্ ময়দানটিও মীর শাহাব উদ্দিন (রহ.)’র নামেই। নিতান্ত প্রয়োজনে শহরের বাইরে না গেলে শুক্রবারের জুম্মার নামাজ এখানেই আদায় করি। এখানে জুম্মার নামাজ পড়ার বিশেষত্ব হচ্ছে গোরস্থান, যাকে বলে মানুষের শেষ ঠিকানা।

কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শেরপুর জামে মসজিদটি এমনি একটি স্থানে অবস্থিত,যার চারদিকেই কবরস্থান। ঠিক একারণেই শেরপুর মসজিদে জুম্মার নামাজ আদায় করে সবচে’ বেশি প্রশান্তি পাই। যথারীতি ১৫ জানুয়ারি’২১ জুম্মার নামাজ আদায়ের পর প্রিয়ভাজন লুৎফুর রহমানের Md Lutfar Rahman সাথে ঈদগাহ্ মাঠ পেরিয়ে আসার সময় আচমকাই খায়েশ জাগলো প্রিয় ভাইটির সাথে ছবি তোলার। কার ‘জীবনঘড়ি’ কখন যে থেমে যাবে, সেটি বলার কোনোই উপায় নেই। তাই সঙ্গত কারণেই করে নিলাম খায়েশ পূরণ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন