১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

আখ ক্ষেত থেকে গোবিন্দগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ , ১৫ জানুয়ারি ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

আশরাফুল ইসলাম গাইবান্ধা :গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে আখ ক্ষেত থেকে মাহবুব হোসেন(৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উক্ত যুবক উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জে আসার কথা বলে ১৪ জানুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মাহবুব বাড়ি থেকে বেড় হয়। পরে বিকেল ৪টার দিকে বাড়ির দক্ষিণ-পশ্চিম পার্শ্বে আফজাল হোসেনের আখ ক্ষেতের মধ্যে মাহবুবের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন এরপর থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানার এস আই আব্দুল্লা আল মামুন ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করে।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন সাংবাদিকদের জানান,পারিবারিক কলহের কারণে হতাশাগ্রস্থ হয়ে মাহবুব গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন