১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপি তো গণতন্ত্রর মানেই বোঝেন না-আইনমন্ত্রী আনিসুল হক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ , ১৪ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোহাম্মদ রাসেল মিয়া , ব্রাহ্মণবাড়িয়া কসবা প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনন্দ মিছিল আর কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সোমবার বিকালে আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উওোলনের মধ্যে দিয়ে এই কর্মসূচি সূচনা করা হয়। উপজেলার বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগের শত শত নেতা কর্মী ও সমর্থকরা আনন্দ মিছিলসহকারে অনুষ্ঠানে সমবেত হন। কেক কাটার মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা শুরু হয়। কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী ভার্চুয়ালি উদ্বোধনসহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন; আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এমপি।

তিনি বলেন; বিএনপি বলেন, গণতন্ত্র নেই কিন্ত বিএনপি তো গণতন্ত্রর মানেই বোঝেন না। আপনাদের(বিএনপির) সময় বন্দুকের নল চলছিল আর আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়ন চলছে।। কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম পরিচালনায় অনুষ্ঠানে ও বক্তব্য রাখেন কসবা উপজেলঅ পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন,কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,উপজেল যুবলীগের সভাপতি এম এ আজিজ,উপজেলঅ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী মানিক ,কসবা টি আলী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি সফিউর রহমান সাগর,। অন্ঠুানে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,সাংবাদিক,শিক্ষকসহ সরকার দলীয় রাজনীতি ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন