১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

বিদ্যুৎ বিভাগের অবহেলা “ভোগান্তিতে গ্রাহক” যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ , ১৪ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

নিজস্ব প্রতিবেদকঃ শহীদুল ইসলাম নামে জনৈক ভদ্রলোক তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন বিদ্যুৎ বিতরণ বিভাগে যারা চাকরি করে তারা আদৌ অফিস করে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। কারণ আমার বাসা কলেজপাড়া, ব্রাহ্মণবাড়িয়া। আমার বাসার মিটার নাম্বার 470297 যেখানে দেখা যাচ্ছে ৭ ডিসেম্বর ২০২০ তারিখে বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী মিটারের ইউনিট ছিল ১১২২০ কিন্তু আজ ১২ ই জানুয়ারি ২০২১ অর্থাৎ ১ মাস ৫ দিন পর সেই মিটারের ইউনিট ১১১৮২। আমাদের বিল্ডিংয়ের প্রায় সবার বিলের একই অবস্থা। তাহলে কি মিটার উল্টা ঘুরছে? এ থেকে এটা স্পষ্ট যে, তারা অফিস ফাঁকি দিয়ে বাসায় বসে নিজেদের ইচ্ছামত গ্রাহকদের মিটারের ইউনিট লিখছে এতে করে অনেক গ্রাহকই ভোগান্তির শিকার হচ্ছে। দেশে এত বেকার ছেলে থাকতে কেন যে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন লোকদের চাকরি দেয়। তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই ধরনের আজগুবি বিল করা থেকে সাধারণ জনগণকে রক্ষা করে। এর জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি।

অজনিল দও নামে আরকজন বলেন, আমারও সেইম সমস্যা ,মিটার এর সাথে বিল এর কোনো মিল নাই,সর্বদা বেশি ইউনিট করে বিল করে আমি ঐদিন মিটার যিনি ছবি তুলেন ওনাকে বললাম আপনারা বেশি লিখেন কেন?উওরে ওনি বলেন এটাই নাকি ওনাদের সিস্টেম, ওনারা নাকি সব মিটারে বেশি লিখে আর লিখবে এর সঠিক প্রতিকার চাই।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন