দুর্গম এলাকায় পুলিশের সেবা পৌঁছে দিতে, বিট পুলিশিং কার্যক্রম শুরু – অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ , ১২ জানুয়ারি ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন- অপরাধ) মোঃ রইছ উদ্দিন বলেন, সরাইল উপজেলার দুর্গম এলাকা রয়েছে,সেই দুর্গম এলাকার জনসাধারণ যাতে কষ্ট করে থানায় এসে দাঁড়াতে না হয় সেই জন্য বিট পুলিশিং সেবা তাদের গড়দুয়ারে পৌঁছে দিচ্ছে। যুগের পরিবর্তনে’র সাথে সময়ের চাহিদার প্রেক্ষিতে, আমরা পুলিশের ধারণাটা আরো তৃণমূলে পৌঁছানোর নিমিত্তে কাজ করছি।
তিনি এসময় বলেন, আল্লাহ’র অশেষ মেহেরবানীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর,সুনির্দিষ্ট দিক-নির্দেশনা ও আই জি পি স্যারের,প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা এই চিত্র পাল্টে দিয়েছি। “বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজগড়ি” তথ্য দিন সেবা নিন” আপনার পুলিশ আপনার পাশে” এ স্লোগানকে সামনে রেখে গতকাল (১১ জানুয়ারি) বিকাল ৩টায় সরাইল উপজেলা সদরে বিআরটি সিএনজি স্টেশন মাঠে সরাইল থানার আয়োজনে বিট পুলিশিং সভার বিশেষ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নৌকা বা কোন যানবাহন চলেনা শুধু পায়ে হেঁটে দুর্গম এলাকার জনগণ আগে থানায় এসে দাঁড়িয়ে সেবা নিতে হচ্ছে, এখন আমরা ওই দুর্গম এলাকায় সেবা দিতে বিট পুলিশং সেবা পৌঁছে দিচ্ছি। জেলা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন- অপরাধ) মোঃ রইছ উদ্দিন সকলের উদ্দেশ্যে বলেন, আপনি আইনের সেবা পেতে, আমরা লন্ডন পুলিশের মত ” আমি আপনাকে কি সেবা দিতে পারি! এ নিয়ম আমরা চালু করেছি বিট পুলিশিং এর মাধ্যমে। উক্ত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবিড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান,সহকারী পুলিশ সুপার ( সরাইল- সার্কেল) মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম. সরাইল থানা অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থীও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এ ছাড়াও সরাইল উপজেলা সদরের বিট পুলিশিং এর দায়িত্বে থাকা এস আই মোঃ জাকির হোসেনও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন