১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তিন চিকিৎসককে জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ , ১০ জানুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনজন মেডিক্যাল অফিসার জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন।
শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন নিশ্চিত করেন।
স্বাস্থ্য বিভাগ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে কর্মরত তিনজন চিকিৎসক- ডা. এবিএম মুসা চৌধুরীকে নাক-কান ও গলা(ইএনটি) বিভাগের জুনিয়র কনসালট্যান্ট পদে, ডা. মো. মনির হোসেনকে কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট পদে ও ডা. মারিয়া পারভীনকে গাইনী বিভাগের জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে তারা তিনজনই মেডিক্যাল অফিসার পদে নিযুক্ত ছিলেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, ইএনটি বিভাগ, কার্ডিওলজি বিভাগ ও গাইনী বিভাগে তিনজন মেডিক্যাল অফিসারকে জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে কার্ডিওলজী বিভাগ ও গাইনী বিভাগে জুনিয়র কনসালট্যান্ট পদ শূন্য ছিল। পদোন্নতিপ্রাপ্ত তিনজন চিকিৎসকই আপাতত হাসপাতালে চলতি ইন-সিটু দায়িত্বে থাকবে।

উল্লেখ্য, গত বছর ২৮ নভেম্বর স্বাস্থ্য বিভাগ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে কর্মরত ১০জন চিকিৎসকের পদোন্নতি হয়েছিল। তখন হাসপাতাল কর্তব্যরত ১০ জুনিয়র কনসালটেন্টকে সহকারি অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। সহকারি অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা হলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পদায়ন করা শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইকবাল হোসেন, মেডিসিনের ডা. এম.এ ফয়েজ ও ডা. এ.কে.এম শফিকুল ইসলাম ও মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পদায়ন করা চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সায়েম আহমেদ, সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জুনায়েদুর রহমান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পদায়ন করা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. আবুল এহসান ও ডা. রাজীব আহসান, চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. আল-আমিন, ডা. শরীফ মাসুমা ইসমত ও ডা. মোশফেকুর রহমান পলাশ। করোনার মহামারীর পর এবার ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তিনজন মেডিক্যাল অফিসারকে জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন