সরাইলে গাড়ি চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ , ৮ জানুয়ারি ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদে’র দিক-নির্দেশনায় এস আই গৌতম চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাড়িসহ আন্ত চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।
থানা সুত্রে জানান, রাতে মোবাইল-৩ নাইট ডিউটি চলাকালীন সময় সরাইল উপজেলা ইসলামাবাদ (গোগদ ) চেকপোস্ট করিয়া নারায়নগঞ্জ হতে চুরি হওয়া ঢাকা- মেট্রো-ন ১৫-০৩০৫ পিকআপ উদ্ধারসহ ২ জন চোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হল, মোঃ মাসুম (৪৭), পিতা- মোঃ আব্দুল কাদির, পাচরুখী (বাঘাভিটা) , উপজেলা আড়াইহাজার, নারায়নগঞ্জ, অপরজন কুদ্দুস সরদার (৩৬), পিতা- জাফর আলী সরদার, রামচন্দ্রপুর ঝালকাঠি।
আটকের সত্যতা নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও দস্যূতার মামলা রয়েছে। তিনি এ সময় আরো বলেন,তারা আন্ত জেলা গাড়ি চোর চক্রের সদস্য।তদন্তে চলছে মামলা প্রক্রিয়ধীন।
আপনার মন্তব্য লিখুন