পুলিশ জনগনে’র বন্ধু এর মধ্যে কোন দালাল থাকবে না অতিঃ পুলিশ সুপার রইছ উদ্দিন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ , ৮ জানুয়ারি ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদরে বেপারীপাড়া বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮জানুয়ারি) বিকালে উপজেলার সদরে ৬ং সরাইল বেপারী পাড়ায় বিট পুলিশিং সভার আয়োজন করেন সরাইল থানা পুলিশ। অনুষ্টিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসকও অপরাধ) মোঃ রইছ উদ্দিন বলেন,পুলিশ জনগণে’র বন্ধু,এ সম্পর্ককে আরও মজবুত করতে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।পুলিশের সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে,জঙ্গি,সন্ত্রাসী, মাদকও দাঙ্গা কার্যক্রমসহ বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী ও অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। তিনি এ সময় আরো বলেন.পুলিশ ও জনগনে’র মধ্যে কোন দালাল বা,মধ্যে সুবিধাভোগী কেউ থাকবে না। বিট পুলিশিং কার্যক্রমে এলাকার বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে এ কথা গুলো বললেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনও অপরাধ) মোঃ রইছ উদ্দিন। এ সময় বিট পুলিশিং সভায় উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল ) মোঃ আনিছুর রহমান,সরাইল থানার অফিসার্স ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ, সরাইল থানা ওসি( তদন্ত ) মোঃ শফিকুল ইসলাম,সরাইল সদর চেয়ারম্যান আব্দুল জব্বার,এ ছাড়াও সরাইল উপজেলা সদরের বিট পুলিশিং এর দায়িত্বে থাকা এস আই মোঃ জাকির হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন