সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলামের উপদেষ্টা শায়খ সাজিদুর রহমানসহ ৪জন আহত।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ , ৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের প্রাইভেটকার-ট্রাকের সংঘর্ষে আল্লামা শায়খ সাজিদুর রহমানসহ ৪জন আহত হয়েছে।
গত বুধবার(৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
আহতরা হলেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা ও দারুল আরকাম মাদ্রাসা মহাপরিচালক, জামিয়া ইউনুছিয়ার শায়খুল হাদিস আল্লামা শায়খ সাজিদুর রহমান (৭০), দারুল আরকাম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা জয়নাল আবেদিন (৫৫), হাফেজ ফুরকান আহমেদ (৪০) ও ড্রাইভার জামাল উদ্দিন (৪৫)।
আহত হাফেজ ফুরকান আহমেদ বলেন, রাত ১০টার দিকে সিলেট মাহফিল শেষে ফেরার পথে শাহবাজপুর ব্রিজের সামনে ভৈষামুড়া এলাকায় একটি ট্রাক হঠাৎ টার্ন নেওয়ার সময় আল্লামা শায়খ সাজিদুর রহমান হুজুরের প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের আমরা সবাই আহত হয়।
আহত সবাইকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মাওলানা জয়নাল আবেদিনকে হাসপাতালের বিআইপি কেবিনে ভর্তি করা হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সিলেট থেকে হুজুর ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে। প্রাইভেটকারটি উদ্ধার করে মেরামতের জন্য গ্যারেজে পাঠানো হয়েছে। ট্রাকটি রাস্তা থেকে পানিতে পড়ে গেছে। ট্রাকটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আপনার মন্তব্য লিখুন