১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

মাজার জিয়ারত শেষে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ১২জন আহত।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ , ৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার সিলেট-কুমিল্লা মহাসড়কের মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে একই পরিবারের ১০জন সহ ১২জন আহত হয়েছে।

গত বুধবার(৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সিলেট-কুমিল্লা মহাসড়কের বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

আহতরা হলেন, রামরাইল ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে উজ্জ্বল(২৫), তার স্ত্রী সালমা বেগম(২০), তার মা সুফিয়া বেগম(৬০), শেখ বজলুর রহমান(৮০), তার স্ত্রী সালমা আক্তার(৬০), নুৎফা বেগম(৫০), জালু মিয়া(৫৫) সহ তার পরিবারের আরোও ৪জন। আহত সবাই রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের উত্তর পাড়া শেখ বাড়ির।

তাছাড়া মাইক্রোবাসের চালক ও হেলপার আহত হয়েছে ।।

আহতদের চাচাতো ভাই সোহরাব মিয়া জানান, আজ সকালে তার চাচা-চাচী ও ভাইবোনসহ ১০জন হযরত শাহ জালাল ও শাহ পরান মাজার জিয়ারত উদ্দেশ্যে মাইক্রোবাস করে সিলেট যায়। রাতে বাড়িতে ফেরার পথে নন্দনপুর ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পরিবারের ১০জন আহত হয়। আহত সবাইকে চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। উজ্জ্বল গুরুত্ব ভাবে আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুমিল্লা থেকে সিলেটগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই পরিবারের ১০জনসহ ১২জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। ট্রাক-মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন