১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

বিদ্যূতের পিলারে আতঙ্কিত সরাইলে”র মেহজাবিন কি বলছে বাবাকে??

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ , ৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া)(৪ জানুয়ারী) সোমবার বিকেলে মেহজাবিন আবার প্রতিনিয়মে আজও বেরিয়েছে সরাইলে কিছু কেনাকাটা করবে, বাড়ি থেকে বের হতেই মসজিদের সামনে এসে রিক্সার জন্য অপেক্ষায় মেহজাবিন।

কিছুক্ষণ পর রিক্সা আসলো রিক্সায় উঠতে মেহজাবিন বলে বাবা, এখানের বিদ্যুতের পিলার দেখলে’ আমার ভয় করে ! যেভাবে পিলার হেলে আছে কোন সময় উপরে ভেঙ্গে পড়ে। বাবা পিলার এমন করে আছে কেন? মা’রে এটা সরাইল বিদ্যুৎ অফিসের ব্যাপার।শুনেছি সরাইলে অনেক বিদ্যুতের পিলার এসেছে গ্রামে গ্রামে কাজ হবে বিদ্যুতের পিলার পরিবর্তন হবে। মেহজাবিন বাবা পুকুরপাড়া তারের অবস্থা দেখেন পানির উপর কিভাবে ঝুলে আছে।মা’রে তুমি এত কিছু দেখার দরকার নেই ! যারা দেখার তারা দেখে না? মা’রে তুমি দেখলে কি হবে, দীর্ঘদিন ধরে বিদ্যুতের তারে মানুষ আতঙ্কের মধ্যে আছে।তারমধ্য বিদ্যুৎ অফিসের এ দিকে কোন খেয়াল নেই বলতে বলতে মেহজাবিন।সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মার্কেটে’র সামনে মজা কিনতে দোকানে ঢুকে মজা নিয়ে বের হতে, সরাইল বিদ্যুৎ অফিসের নবনির্মিত গেইটের সামনে রিক্সায় উঠতে মেহজাবিন বলে বাবা এটা’কি সরাইল বিদ্যুৎ অফিস, মা’রে এই অফিস হল সরাইলের বিদ্যুৎ বিতরণ অফিস। মেহজাবিন বলে বাবা এতো সুন্দর অফিস বিতরে খেলার জায়গা, সামনে সুন্দর সাজানো লাইট, নতুন করে গেইট করতেছে সিরামিকের কাজ তবে বাবা, জায়গার কারণে মনে হয় গেইট একটু বাঁকা হয়ে গেছে। যাক বাবা আমি গেইট দেখে কি করবো, তবে এত সুন্দর অফিস বিদ্যুৎ হাতে সরকারে এতো উন্নয়ন হচ্ছে।সরাইল সদর উচালিয়া পাড়ায় ঝুঁকিপূর্ণ পিলার ও তার নিয়ে কেন বিদ্যুৎ চলবে? বাবা আমরা কেন আতঙ্কের মাঝে দিনরাত পার করবো। মা’রে এই ঝুঁকিপূর্ণ পিলার ও তার নিয়ে অনেকবার পত্রপত্রিকায় আসছে। কর্তৃপক্ষ দেম দিচ্ছি করে দিন কাটাচ্ছে ! তবে মা’রে সরকারের বিদ্যুৎ হাতে সরাইলে অনেক উন্নয়ন হচ্ছে সত্য। মা’রে বর্তমানে পিলারও তার এর কাজ কোথায়,কিভাবে হচ্ছে কতটা পিলার আজ জানতে পারলাম, খুদ সরাইল পিডিবি’র বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী নওয়াজ আহমেদ খান ডলার জানেন না বলে জানান?? মা’রে তুমি বাচ্চা মানুষ ! তুমি জেনে আর কি হবে?? মেহজাবিন বলে বাবা,সরাইলে সরকারি টাকার উন্নয়ন হচ্ছে কিন্তু সঠিক ভাবে হয় না কেন?? মেহজাবিন বলে, বাবা আপনারা বড় মানুষ রাগ করবেন না, সরাইলে গুটি কয়েক জন লোকের জন্য সুপরিকল্পিতভাবে সুন্দর কাছ থেকে বঞ্চিত হচ্ছে সরাইলবাসী-??

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন