“বিএমএসএফ” এখন ভারত-বাংলাদেশের সম্প্রতির বন্ধনে।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ , ৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ডেস্ক রিপোর্টঃসাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ে বলিষ্ঠ কন্ঠস্বর, তাদের স্বার্থ আদায়ে সারা বিশ্বের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বি এম এস এফ ) আজ পূর্বাঞ্চলের প্রবেশ দ্বার বলে খ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার আগড়তলা সীমান্তে নতুন বছরের ক্যালেন্ডার বুঝে দিচ্ছেন, ল্যান্ডপোর্টের বিএসএফ এর প্রধান পঙ্কজ দেবনাথ ও কলকাতা থেকে আগড়তলায় বেড়াতে আসা সাংবাদিক পড়শ সাহাসহ, কেন্দ্রীয় বিএমএসএফ এর নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ , আখাউড়া উপজেলা বিএমএসএফ এর আহবায়ক কবি আফজল খান শিমুল , সদস্য সচিব শেখ মনির হোসেন নিজাম ও যুগ্ম আহবায়ক শাহিন আলম জয় ৷
এ উপলক্ষ্যে ভারতীয় বিএসএফ ও সাংবাদিক বলেন, বিএমএসএফ এর এ উপহার প্রদানের মাধ্যমে দু- দেশের সম্পৃতি ও ভালোবাসা আরও সুদৃঢ় হবে৷ তারা বিএমএসএফ এর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামণা করেন৷
আপনার মন্তব্য লিখুন