আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে আহত অজ্ঞাত শিশুর ৪দিনেও মিলেনি পরিচয়।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ , ৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত (১১) বছরের এক শিশু গুরুতর আহত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। ৪দিন হয়ে গেল এখনও আহত ওই শিশুর পরিবারের পরিচয় মিলেনি।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে হাসপাতালে ভর্তি শিশুটির শারিরীক হালচাল জানান সার্জারী কনসালটেন্ট ডা. একেএম নিজাম উদ্দিন।
তিনি বলেন, অজ্ঞাত শিশুটি মাথায় আঘাত প্রাপ্ত হয়ে অচেতন অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন আছে। কিন্তু শিশুটির শারিরীক অবস্থার কোন উন্নতি হয়নি। দ্রুত ঢাকা নিয়ে চিকিৎসা করানো হলে শিশুটি বাচানো যাবো।
উল্লেখ্য, গত রবিবার স্থানীয় এক ব্যক্তি দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেলপথের আশুগঞ্জ সদর ইউনিয়নের বৈকণ্ঠপুর এলাকার রেললাইনের পাশ থেকে অচেতন অবস্থায় পড়ে থাকা একটি শিশুটিকে উদ্ধার করেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিলেন। তার মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত থাকায় সেখানে শারীরিক অবস্থা খারাপ দেখে জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। এখনও তার পরিবারকে সনাক্ত করা যায়নি।
আপনার মন্তব্য লিখুন