ছাত্রলীগের বিতর্কিত কমিটি প্রতিবাদে সংবাদ সম্মেলন ।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ , ৬ জানুয়ারি ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আশরাফুল ইসলাম গাইবান্ধা :গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের বিতর্কিত ব্যাক্তিকে দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন বুধবার বিকেলে গাইবান্ধা বাসষ্টান্ডে অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সৌরভ আহম্মেদ বাবলা। তিনি বলেন গত ৬ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ২ টায় গাইবান্ধা জেলা ছাত্রলীগ কর্তৃক বিতর্কিত ব্যক্তিকে সাধারণ সম্পাদক করে পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে। তিনি আরো বলেন বিবাহিত ও মাদক মামলায় ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তি মামুন অর রশিদ সুমন কে সাধারণ সম্পাদক করাসহ একাধিক বিবাহিতদের নাম উল্লেখ করে পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করা হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদয় হস্তক্ষেপসহ উল্লেখিত ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন নব অনুমোদিত উপজেলা ছাত্রলীগের কমিটির সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান নয়ন,বঞ্চিত ছাত্রলীগের নেতা সৌরভ আহম্মেদ বাবলা,নব অনুমোদিত সহ সভাপতি জাকির হোসেন টমাস ,ইমরান,ছাত্রনেতা সাঈদ সরকার,মাহসিন সরকার বাপ্পী, সরোয়ার,সাকিব,সিয়াম,শিপন, মানিক,আরিয়ান রাকিব,সোহেল রানা সাকিবসহ প্রায় শতাধিক নেতাকর্মী।
তবে উক্ত সংবাদ সম্মেলনের এসব অভিযোগ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত বলে দাবী করেন সদ্য অনুমোদিত কমিটির সাধারণ সম্পাদক মামুন অর রশিদ মামুন সাংবাদিকদের বলেন পদ বঞ্চিত নেতাকর্মীরা তাদের স্বীয় স্বার্থ হাসিল করতে না পেরে তার বিরুদ্ধে মুখরোচক এমন মিথ্যা অভিযোগ উত্থাপন করেছেন। একই কমিটির সভাপতি আতিক হাসান মিল্লাত বলেন জেলা কমিটি ও অনুমোদিত কমিটির বিরুদ্ধে অভিযোগ সম্পুর্ন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। তারা উল্লেখিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উল্লেখ্য,এর আগে উভয় পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ ঘটনা কে কেন্দ্র করে পরে দুই পক্ষ পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল করে । উপরোক্ত ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনে কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন উভয় পক্ষ।
আপনার মন্তব্য লিখুন