সরাইলে দুই ইটভাটা’য় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ , ৪ জানুয়ারি ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে ৮ লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস।জানা গেছে, ভ্রাম্যমান আদালত পরিচালনায় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তাগন ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন। সোমবার( ৪ জানুয়ারী) বিকালে সরাইল থানা পুলিশের সহায়তায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মেসার্স সানু মিয়া ব্রিকস ওএইচ এম এস ব্রিকস এর প্রত্যেক কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রন) আইন,২০১৩ এর ধারা ৫(১) লংঘনের কারনে একই আইনের ধারা ১৫(১) এর বিধান অনুযায়ী চার লক্ষ টাকা করে দুই ব্রিকসকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় সরাইল উপজেলা নির্বাহি অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল হক মৃদুল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের উপ- পরিচালক ও সহকারী পরিচালক উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আপনার মন্তব্য লিখুন