১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় ১১৪ জনের র‍্যাপীড এন্টিজেন রিপোর্টে ১৬জন পজিটিভ।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ , ৪ জানুয়ারি ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক ভাবে করোনা শনাক্ত করতে ১১৪ জনের র‍্যাপিড এন্টিজেন পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। যার মধ্যে ১৬জনের রিপোর্ট পজিটিভ হয়েছে। বাকি ৯৮জনের রিপোর্ট নেগেটিভ আসছে।

সোমবার (৪ঠা জানুয়ারি) বিকেলে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্যাথলজি ও র‍্যাপীড এন্টিজেন বিভাগের টেকনোলজিস্ট বিদুৎ রায় নিশ্চিত করেন।

গত ডিসেম্বর মাসের ৫ তারিখ ব্রাহ্মণবাড়িয়ায় ৯জনের র‍্যাপীড এন্টিজেন পরিক্ষা মাধ্যমে করোনা ভাইরাস নির্ণয়ের কার্যক্রম শুরু হয়েছিল। চিকিৎসকের পরামর্শক্রমে প্রতিদিন ৫-৬ জনের রোগীর র‍্যাপীড এন্টিজেন পরিক্ষা করা হয়। এখন পর্যন্ত জেলায় ১১৪ জনের এন্টিজেন পরিক্ষা সম্পূর্ণ হয়েছে। যার মধ্যে ১৬জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে৷ বাকি ৯৮জনের রিপোর্টে নেগেটিভ আসায় তাদের নমুনাও ঢাকা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। সবাই পরবর্তীতে আরটি-পিসিআর রিপোর্টে নেগেটিভ আসছে।

এই ব্যাপারে হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন জানিয়েছেন, আমাদের ইতিমধ্যে তিনজন ডা. রায়হান উদ্দিন ভূইয়া, টেকনোলজিস্ট বিদুৎ রায় ও কম্পিউটার অপারেটর মো. ইকরাম হোসেন এই সংক্রান্ত প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ শেষে প্রাথমিক ভাবে হাসপাতালে ৫শতাধিক র‍্যাপীড এন্টিজেন কিট দেওয়া হয়েছিল । যার মধ্যে ১১৪জনের র‍্যাপীড এন্টিজেন পরিক্ষা সম্পুর্ন হয়েছে। এখনও র‍্যাপীড এন্টিজেনের জন্য ৩৮৬টি কিট মজুত রয়েছে। প্রতিদিন এন্টিজেন পরিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ৫ই ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়াসহ আরও ৯টি জেলার এন্টিজেন প্রাথমিক ভাবে পরীক্ষার উদ্বোধন করা হয়েছিল। অনলাইনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান উদ্বোধন করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন