সরাইলে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সেমিনার অনুষ্টিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ , ৩ জানুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)“ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্ত জনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে এগারোটায় এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,পাকশিমুল ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মোঃ শরাফত আলী,অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন, নোয়াগাঁ ইউপি চেয়ারম্যান মোঃ কাজল চৌধুরী, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাজিব আহমেদ রাজ্জি, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মোঃ নুরুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসের মোঃ রাকিব হোসেন প্রমুখ,অনুষ্ঠানের প্রথমেই কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুলাহ।এদিকে সমাজসেবা অফিস সুত্রে জানান, সরাইল উপজেলায় সরকারের দেওয়া বিভিন্ন ভাতা পাচ্ছেন প্রায়, ১৬ হাজার ২২৫ জন, বর্তমানে চলমান ডিজিটালে নাম আছেন ১৩ হাজার ২২৫, তালিকায় মৃত্যুবরণ করেছেন ৫ শত, ২ হাজার৫শত জন তালিকা ভুক্ত বিভিন্ন ভাতাভোগীদের খোঁজ পাওয়া যাচ্ছে না।
আপনার মন্তব্য লিখুন