সরাইলে কৃষকের জমি কেড়ে নিতে হয়রানির অভিযোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ , ৩ জানুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক কৃষকের জমি কেড়ে নিতে মামলা দিয়ে ও দফায় দফায় হুমকির অভিযোগ পাওয়া গেছে ফজলুল হক নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। রবিবার (৩ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক নুর জাহের আলী। তিনি উপজেলার চুন্টা ইউপির রসুলপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।
কৃষক জাহের আলীর অভিযোগ, বিগত ২০০৬ সালের ৭ নভেম্বর চাঁনপুর মৌজার ৬৮১৪ ও ৪২৫৫ দাগে ৬৪ শতক নাল ভূমি ৬৭ হাজার টাকায় বিক্রির চুক্তি হয় আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউপির মৈশাইর এলাকার ফজলুল হকের সঙ্গে। সেই চুক্তি মোতাবেক ফজলুল হক আমাকে ৫০ হাজার টাকা বায়না বাবদ দেন এবং বাকি ১৭ হাজার টাকা প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণের পর জমি রেজিষ্ট্রারী দিন প্রদানের অঙ্গীকার করে একখানা সম্পাদনা করেন।
পরবর্তীতে জমির প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে দেরী হইতেছে বিধায় ক্রেতা ফজলুল হক তার বায়নার টাকা ফেরত চায় এবং জমি কিনবেন না বলে আমাকে জানান। আমি কতেক সাক্ষীর উপস্থিতিতে ফজলুল হকের বায়নার ৫০ হাজার টাকা ফেরত দিয়ে দেয়।
কৃষক জাহের আলী বলেন, আমি আমার জমি ভোগদখল ও চাষাবাদ করা অবস্থায় ঘটনার দীর্ঘ ১২ বছর পর পর-সম্পদ লোভী প্রভাবশালী ফজলুল হক আমার জমি কৌশলে কেড়ে নিতে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর আমার নামে এবং বায়নার বিপরীতে জমি সম্পাদনাকারী লিখকের নামে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেন। নির্বাহী কর্মকর্তা ২০২০ সালের ২ জানুয়ারি উভয়পক্ষকে ডেকে শুনানি করেন এবং সাক্ষ্য প্রমাণে ফজলুল হকের অভিযোগের কোন সত্যতা পাননি।
পরে ফজলুল হক ২০২০ সালে ১২ ফেব্রুয়ারি এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন আমাকে হয়রানি করতে। বিজ্ঞ আদালত বিষয়টি তদন্তের জন্য সরাইল সাব রেজিষ্ট্রারকে দায়িত্ব দেন। কিন্তু এখানেও ২০২০ সালের ২৩ মার্চ তদন্তকালে সাব রেজিষ্ট্রারের কাছে ফজলুল হক কোনো সত্যতা প্রমাণ করতে পারেননি।
জাহের আলী অভিযোগ করে বলেন, প্রভাবশালী ফজলুল হক সবকিছুতে ব্যর্থ হয়ে এখন সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। ফজলুল হক আমার জমি কেড়ে নিতে আমাকে দফায় দফায় হুমকি দিচ্ছেন এবং হয়রানি করছেন। আমি তার রোষানল থেকে রক্ষা পেতে মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনার সাহায্য প্রার্থনা করছি।
আপনার মন্তব্য লিখুন