১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়াসহ ৫৬ পৌরসভায় নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ , ৩ জানুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভাসহ দেশের ৫৬টি পৌরসভার নির্বাচন হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

রোববার ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল শুরু হবে ১৭ জানুয়ারি। বাছাই ১৯ জানুয়ারি। প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার ২৬ জানুয়ারি। চতুর্থ ধাপে ৩১টি পৌরসভায় ইভিএম-এ ও বাকি ২টিতে ব্যালটে ভোট গ্রহণ হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন