১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে হেলে পড়েছে বৈদ্যুতিক পিলার- ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ , ২ জানুয়ারি ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল ব্রাহ্মণবাড়িয়া/ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার উচালিয়া পাড়া গ্রামের মৃর্ধা বাড়ি সামনেসহ কয়েকটি বৈদ্যুতিক পিলার হেলে পড়েছে। ফলে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটনার আশঙ্কা রয়েছে।

পিলারের অধিকাংশই সোজা থেকে বাঁকা হয়ে পড়েছে। পিলার জীর্ণ হওয়ায় যে কোনো সময় তা ভেঙে পড়ে পথচারি ও স্কুল ছাত্র ছাত্রীদের জীবন হানি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় এলাকাবাসী।এছাড়া বৈদ্যুতিক পিলারটির বিভিন্ন অংশ ফেটে গেছে। এই সব পিলারের বড় ধরনের ঝড় হলে মাটিতে ভেঙে পড়তে পারে।উচালিয়া পাড়া এলাকার একাধিক বাসিন্দা এ প্রতিনিধিকে বলেন, আজ দীর্ঘ মাস ধরে পিলার এভাবে হেলে পড়ে রয়েছে। যেকোনো সময় পিলার থেকে তাড় ছিড়ে মাটিতে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিদ্যুত বিভাগক দেখলেও কোন কর্ণপাত করেনাই তারা।
উচালিয়া পাড়ার বাসিন্দা দিলূ মিয়া বলেন, গত মাসে এসে ভাঙা পিলার ও পুকুরের ঝুলন্ত তার ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুত অফিসের লোকজন দেখে গেল আজও পযর্ন্ত পিলার পরিবর্তন করে নাই। এতো পিলার সরাইলে আসছে কাজ করার জন্য তবে পিলার দিতে বলে আর দেয়না। তারা বলে পিলার নিতে কিছু খরচ লাগবে। খরচ দিতে পারি না বলে পিলার এখনো আগের অবস্থানে আছে।
সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ কায়কোবাদ বলেন, সরাইলে সরকারি ভাবে বিদ্যুতের খুটির কাজ চলছে। সরাইলের বিভিন্ন গ্রামে ও উচালিয়া পাড়ায় এই জীর্ণ হেলে পড়া পিলার গুলি খুবই বিপদজনক অবস্থায় রয়েছে। যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছি আমরা। সরাইল বিদ্যুত অফিস দ্রুত ব্যবস্থা নেবে বলে আমরা দাবী করছি।
এ ব্যাপারে সরাইল পিডিবি’র বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী নওয়াজ আহমেদ খান ডলার জানান, এ বিষয়ে স্থানীয়দের লিখিত আবেদন পেলে আমরা পুরাতন খুঁটি গুলো সরিয়ে সেখানে নতুন খুঁটি বসিয়ে বিদ্যুৎ লাইন সংস্কারের ব্যবস্থা গ্রহন করিবো।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন