ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাংবাদিক অবরুদ্ধ করার প্রতিবাদে মানববন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ণ , ২ জানুয়ারি ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গাজীপুরের শ্রীপুর দুই সাংবাদিককে অবরুদ্ধকরার প্রতিবাদে আজ দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কসবা শাখার সভাপতি মোবারকহোসেন চৌধুরী নাছিরের সভাপতিত্বে স্বাধীনতা চত্বরের সামনেমানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন; কসবা উপজেলাপ্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা মহিলা ডিগ্রীকলেজের অধ্যক্ষ তসলিম মিয়া,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামকসবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাসেল সরকার মানবাধিকারকর্মী বাছির মিয়া , দিদার , বসির , হাছান, ইকবাল প্রমুখ।
বক্তারা স্ব রাষ্ট্র মন্ত্রীর কাছে অপরাধীদের দৃটান্ত শাস্তি দাবী করেসাংবাদিকদের নিরাপওা দাবী করেন।
মানববন্ধন শেষে কসবা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারক্ষলিপিপ্রদান করা হয় ।
আপনার মন্তব্য লিখুন