সরাইল রিপোর্টার্স ইউনিটির নুরুল হুদা সভাপতি সিঃসহ সভাপতি সুমন ও তাসলিম সম্পাদক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ , ৩১ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভায় ২০২১-২২ মেয়াদি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে মোঃ নুরুল হুদাকে সভাপতি ও মোঃ তাসলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমন, সহসভাপতি রাকিবুর রহমান রকিব, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান লস্কর অপু, অর্থ সম্পাদক মোছাঃ রোজিনা বেগম ও দপ্তর সম্পাদক সুদীপ দত্ত তনু। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সরাইল সদরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্যদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান সরাইল উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সরাইল মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ রোকেয়া বেগম, সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মাহফুজ আলী, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাজী মোঃ ইকবাল হোসেন, সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, রিপোর্টার্স ইউনিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু ও সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন