১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সুন্দর সরাইল গড়তে সবার সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও মৃদুল।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ , ২৯ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ নান্দনিক ও সুন্দর সরাইল গড়তে সবার সহযোগিতা চাইলেন সরাইল উপজেলা নবাগত নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, ইতিহাস-ঐতিহ্যের ধারক সরাইলে অনেক সম্ভাবনা রয়েছে। ওইসব সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। যেসব সমস্যা রয়েছে সেগুলোকে চিহ্নিত করে সমস্যা নিরসনে পদক্ষেপ গ্রহণ করা হবে। এ জন্য সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন। মঙ্গলবার (২৯ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত সভায় সভাপতিত্বের বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল হক মৃদুল এই কথাগুলি বলেন, এ সময় তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সরাইল এখন নিজের উপজেলার মতোই ভাবছি। সরাইলকে সামনের দিকে আরও এগিয়ে নিতে প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।তাই সরাইলকে সামনের দিকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতার বিকল্প নেই। তিনি সরাইলে উন্নয়নেও আইন শৃঙ্খলায় তার সর্বাত্মক প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমার প্রতিটি কার্যদিবস, প্রতিটি কর্মঘণ্টা সরাইলের জন্য কাজে লাগাতে চাই।এ সময় সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর,সরাইল থানা অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ, সরাইল উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মোঃ আবু হানিফ মিয়া, পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. লিঠন কর্মকার,সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, চুন্টা ইউপি চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন,পাকশিমুল ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,পানিশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মোঃ শরাফত আলী, উপজেলা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম( কানু), সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ফাতেমা বেগম, অরুয়াইল বাজার কমিটির সভাপতি মোঃ আবু তালেব মিয়া,ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন,

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন