ক্রমশই হচ্ছি অভিভাবকহীন।। এইচ এম সিরাজ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ , ২৯ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
হাসান স্যারের চলে যাবার শূণ্যতায় হৃদয়ের সৃষ্ট ক্ষতটা না শুকাতেই আবদুন নূর স্যারও চলে গেলেন! ক্রমশই যেনো হচ্ছি অভিভাবকহীন। একে একে যেনো নিভে যাচ্ছে বাতিঘরের আলো! বন্ধুর পথে কে মোদেরকে আলোর পথ দেখাবে? কে তবে আগলে রাখবে?
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাবেক জেলা সংগঠক দক্ষ গল্পকার, নাট্যকার, অনুবাদক, অভিনেতা, আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষক প্রফেসর আবদুন নূর স্যার আর আমাদের মাঝে নেই।আজ ২৯ ডিসেম্বর’২০২০ মঙ্গলবার ভোর পাঁচটায় তিনি ইন্তেকাল করেছেন,ইন্নালিল্লাহি—–রাজিউন। মহান আল্লাহর কাছে প্রার্থনা এই মহান ব্যক্তিকে জান্নাত দান করুন।
আপনার মন্তব্য লিখুন