কুমিল্লার বরুড়ায় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ , ২৯ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
সাকিব আল হেলাল।।কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ী উঃ ইউনিয়নের লাইজলা নামক স্থানে অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে বরুড়া থানা পুলিশ।
মঙ্গলবার(২৯ ডিসেম্বর) রাত ১টায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত সদস্যকে আটক করেছে বরুড়া থানার উপ-পরিদর্শক(এস আই) মেহেদী হাসান ও সঙ্গীয় ফোর্স ।ডাকাত দলের সদস্যরা হলেন,১)সুমন শেখ(৩২) পিতাঃ ইব্রাহিম গ্রামঃ খালিসডুলি,চাঁদপুর, ২)আমির হোসেন(৪০), পিতাঃ আলী আশ্রাফ,জাঙ্গালিয়া,কুমিল্লা সদর ৩)জীবন মিয়া জীবু(৪০) পিতাঃ মৃত সাহেব আলী গ্রামঃ হাটাশ,কুমিল্লা ৪)নজরুল ইসলাম নজু(৪৫) পিতাঃআব্দুল আউয়াল গ্রামঃতীরচর,চান্দিনা।
পুলিশ জানায়,ডাকাত দলের প্রস্তুতি খবর পেয়ে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল বাহার মজুমদারের নির্দেশে এসআই মেহেদী হাসান তার সঙ্গীয় ফোর্স নিয়ে শিলমুড়ি উত্তর ইউনিয়নের লাইজলায় ডাকাতির প্রস্তুতি নেওয়া ৪ ডাকাতকে অস্ত্রসহ আটক করে বরুড়া থানায় নিয়ে এসে প্যানেল কোড মামলা ৩৯৯/৪০২ নাম্বার মামলা দিয়ে বরুড়া থানা থেকে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়।
আপনার মন্তব্য লিখুন