শতায়ু সম্মাননা স্মারক পেলেন বিন্দুরাণী ওয়াস্তি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ , ২৮ ডিসেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম মনসুর আলী,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।শ্রীমতি বিন্দুরাণী ওয়াস্তিকে শতায়ু সম্মাননা স্মারক প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নব্য প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবিক সরাইল,।
আজ সোমবার ২৮ (ডিসেম্বর) বিকালে প্রধান অতিথি হিসেবে বিন্দুরাণীর হাতে শতায়ু সম্মাননা স্মারক তুলে দেন সরাইল সার্কেলের এএসপি আনিছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সঞ্জিব কুমার দেবনাথ,সরাইল উপজেলা দূর্নীতি দমন কমিটির সভাপতি শফিকুল ইসলাম কানু,সংবাদকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বিন্দুরাণী ওয়াস্তির মেয়ে গরীবের বন্ধু খ্যাত দীপালি চ্যাটার্জি তাঁর মায়ের দীর্ঘায়ু লাভ সম্পর্কে বলেন,মা নিরামিষ ভোজি। দুধ,ঘি, সবজি,ভাত,রুটি উনার নিয়মিত খাবার। মা প্রতিদিন সকালে কালোজিরার সাথে মধু-পানি এক কাপ পান করেন । তাছাড়া তিনি বিভিন্ন ধর্মীয় নিয়ম মেনে চলেন।
আপনার মন্তব্য লিখুন