মাজারের খাদেমের সাথে এলাকাবাসীর সংঘর্ষ: বল্লমের আঘাতে ১জন নিহত, আটক ৫জন।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ , ২৭ ডিসেম্বর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে গণজমায়তে নিষেধাজ্ঞা অমান্য করে পীরের মাজারে খাদেমের সাথে এলাকাবাসীর সংঘর্ষে বল্লমের আঘাতে নুরুল ইসলাম(৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে৷
আজ রবিবার(২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে আশুগঞ্জ উপজেলার পীর আইতালি শাহ মাজার এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের আইতালী ফুকিরবাড়ির শহিদ মিয়ার ছেলে।
নিহতের ভাই আজিজুল বলেন, পীর আইতালী শাহ মাজারের খাদেম আলামীন শাহ প্রতি বৃহস্পতিবার রাতে নারী, জুয়া, মদগাজা ও গানবাজনা মজমায় বসেন। সারারাত নারীদেরকে নিয়ে খারাপ কাজ চলে। এসব অনৈতিক কাজে তার ভাই নুরুল ইসলাম বাঁধা দিয়ে আসছিল। তাই আজ বিকেলে ওই মাজারের খাদেম আলামীন শাহ চারতলা তার গ্রামের অর্ধশতাধিক লোক ও তার মামাতো ভাই মোশারফ ও মোয়াজ্জেমকে সাথে নিয়ে নুরুল ইসলামের উপর হামলা করেন। হামলাকারীরা তার ভাই নুরুল ইসলামের বুকে বল্লম দিয়ে আঘাত করেন।
গুরুত্ব আহত নুরুল ইসলামকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম মুছা চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, বল্লমের আঘাতে ফুসফুস ও হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত অথবা ভিতরে অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তার মৃত্যু হতে পারে৷
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন জানান, মাজারের খাদেম নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন