মেহজাবিন’ বাবা আমার ইঞ্জেকশন আপনি নিয়ে নেন !
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ , ২৬ ডিসেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তসলিম সরাইল/সরাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে ইতিমধ্যে অনেক দিন পার হয়ে গেছে। এবার নতুন স্লোগানে ‘আয় আয় সোনামনি টিকা নিয়ে যা’ গত ১৯ডিসেম্বর থেকে ৩১জানুয়ারি ২০২১ পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এদিকে জানাযায়, ৫ মাস থেকে ১০ বছরের শিশুদেরকে এ টিকাদান কর্ম সুচী আয়ত্তে আনা হয়েছে। তবে আজ সকালে ঘুম ভাঙতে মেহজাবিন বলে বাবা আমি টিকা দিব। এ টিকার প্রতিপাদ্য অনেক সুন্দর, ‘আয় আয় সোনামনি টিকা নিয়ে যা’ বাবা আপনার সোনা মনি টিকানিতে আজ হাসপাতালে যাব আপনি ঘুম থেকে উঠেন। মেহজাবিনকে টিকা দিতে সরাইল উচালিয়া পাড়ার মোড়ে আসতে দেখা হল সাংবাদিক নুরুল হুদা ভাইয়ে’র সাথে। তখন নুরুল হুদা ভাই বলে মেহজাবিন কেমন আছে। জি ভালো চলেন হাসপাতালে মেহজাবিন হাম- রুবেলা টিকা দিবে। মোটর- সাইকেলে উঠে মেহজাবিন বলে বাবা হাম- রুবেলা এটা আবার কোন টিকা। মা’রে হাসপাতালে যাওয়ার পর ডাক্তার সাহেব কে জিজ্ঞাসা করবা। মেহজাবিন টিকা নিতে ভয়ে ভুলে গেছে হাম- রুবেলা টিকা কেন দিবে। হাসপাতালে টিকাদানে কর্তব্যরত (ইপিআই) টেকনিশিয়ান মোঃ আল আমিন সাহেব ইনজেকশনের সুই বের করতেই মেহজাবিন বলে বাবা, ইনজেকশনে আমি ব্যথা পাই আমার বদলে ইনজেকশনটা আপনি নিয়ে নেন। বলাম মা’রে এমন পদ্ধতি এখনো চালু হয়নি। ব্যাথা হলেও তোমার ইনজেকশন তোমারে নিতে হবে । টিকানিয়ে মেহজাবিন সরাইল বাজারে কিছু কেনা- কাটা করবে মোড় পার হতেই মেহজাবিন বলে,বাবা আপনি বলেছেন সরাইল উপজেলা নতুন ইউএনও সাহেব আসছে খাল উদ্ধার করা হবে। আজ দেখি বাবা নিজ সরাইলে’র ব্রীজ থেকে খালের উপর কনস্ট্রাকশন এর মালামালের অভাব নেই। আচ্ছা বাবা, একটি বিষয় আমি বুঝতে পারতেছি না, উচালিয়া পাড়া মোড় থেকে যে ড্রেইন স্কুলের পশ্চিম দিক পর্যন্ত আর বাজার থেকে ড্রেইনটি নিজ সরাইল ব্রীজ পর্যন্ত সংযুক্ত হয়েছে। এখন মধ্যের যে জায়গাটি আছে ব্রীজ এবং মালামাল ফেলে জায়গার ভরেগেছে এখন পানি নিষ্কাশন কিভাবে হবে?? মা’রে আমি কি করে বলব, তবে এ উন্নয়নের কাজ তদারকি যে সরকারি কর্মকর্তারা করছে তারা জানে ভালো বলতে পারবে। মেহজাবিন বলে বাবা, এজন্য বলে ছিলাম আমার টিকা আপনি নেন। আপনি আমাকে বলে ছিলেন, এমন পদ্ধতি চালু হয়নি? তাহলে বাবা,এটা কেমন পদ্ধতি সরকারি জায়গা সরকারি খাল উদ্ধার না করে ড্রেইন করে এটা কোন পদ্ধতি?? মা’রে তুমি এত কিছু বুঝবেনা!! বাবা এটা না বুঝলেও, এটা তো বুঝি সরকারের উন্নয়ন সুপরিকল্পিতভাবে হওয়া উচিত?? যে উন্নয়ন হবে জনগণের সুবিধার্থে।।
আপনার মন্তব্য লিখুন