ব্রাহ্মণবাড়িয়ায় নাপা ট্যাবলেট খেয়ে ৫বছরের শিশুর মৃত্যু।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ , ২৬ ডিসেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার/ব্রাহ্মণবাড়িয়ায় নাপা ট্যাবলেট খেয়ে জিহাদ নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার(২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।
জাহিদ সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।
জিহাদের চাচা সিরাজুল ইসলাম জানান, দুপুরে তার মা মুসলিমা বেগম একটি নাপা ট্যাবলেট খাওয়ান। ওষুধ খাওয়ানোর পর হঠাৎ জাহিদের শ্বাসকষ্ট শুরু হয়। তারপর জাহিদকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, ‘বাচ্চাকে নাপা ট্যাবলেট খাওয়ানো ঠিক হয়নি। তাকে সিরাপ খাওয়ানোর দরকার ছিল। ট্যাবলেট গলায় আটকিয়ে শ্বাসকষ্ট হওয়ার কারনে মৃত্যু হতে পারে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহিম জানান, জাহিদ নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। কিন্তু কি কারনে মারা গেছে তা জানা যায়নি। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি।
আপনার মন্তব্য লিখুন